ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দাম বাড়ায় এনসিপির প্রতিবাদ

চেকপোস্ট ডেস্ক::

ভোজ্যতেলের দাম আকস্মিকভাবে বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়েছে। পাশাপাশি বাজারে চালের দামেও অস্থিরতা দেখা দিয়েছে, যা সাধারণ জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।”

বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, “অভ্যুত্থান-পরবর্তীতে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছিল, যা জনসাধারণের মধ্যে স্বস্তি তৈরি করেছিল। কিন্তু হঠাৎ এই মূল্যবৃদ্ধি আবার সেই স্বস্তিকে হুমকির মুখে ফেলেছে।”

এনসিপি মনে করে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির উপর এ ধরণের মূল্যবৃদ্ধির চাপ অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, “শুধু ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে দাম নির্ধারণ গ্রহণযোগ্য নয়। ভোক্তা সংগঠন ও শ্রমজীবী জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণই সর্বোত্তম ও ন্যায্য পন্থা হবে।”

এনসিপি চাল ও ভোজ্যতেলের দাম পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেছে, “সরকারকে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের অধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৫২০ বার পড়া হয়েছে

ভোজ্যতেলের দাম বাড়ায় এনসিপির প্রতিবাদ

আপডেট সময় ১১:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ভোজ্যতেলের দাম আকস্মিকভাবে বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়েছে। পাশাপাশি বাজারে চালের দামেও অস্থিরতা দেখা দিয়েছে, যা সাধারণ জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।”

বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, “অভ্যুত্থান-পরবর্তীতে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছিল, যা জনসাধারণের মধ্যে স্বস্তি তৈরি করেছিল। কিন্তু হঠাৎ এই মূল্যবৃদ্ধি আবার সেই স্বস্তিকে হুমকির মুখে ফেলেছে।”

এনসিপি মনে করে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির উপর এ ধরণের মূল্যবৃদ্ধির চাপ অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, “শুধু ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে দাম নির্ধারণ গ্রহণযোগ্য নয়। ভোক্তা সংগঠন ও শ্রমজীবী জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণই সর্বোত্তম ও ন্যায্য পন্থা হবে।”

এনসিপি চাল ও ভোজ্যতেলের দাম পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেছে, “সরকারকে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের অধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”