ভারতের পশ্চিমবঙ্গে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি আটক
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় সীমান্ত লাগোয়া চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু রয়েছে।
বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, “চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই ভিত্তিতে পুলিশের একটি দল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।”
পুলিশ বলছে, আটকদের কেউই ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, উপকূলীয় জলপথ ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেন।
আটকদের বুধবার (১৬ এপ্রিল) দক্ষিণ চব্বিশ পরগনার একটি আদালতে হাজির করা হবে। এদের অধিকাংশই জীবিকার সন্ধানে ভারতে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের কাছ থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় শনাক্ত করার মতো কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক মানবপাচার চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।