হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড ও থাইল্যান্ডকে হারানোর পর এবার স্কটল্যান্ডকেও পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। ফলে বিশ্বকাপের দ্বার প্রায় ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা ৩ ব্যাটারের ফিফটিতে রেকর্ড ২৭৬ রান সংগ্রহ করে। এরপর বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে স্কটিশদের ২৪২ রানে আটকে দিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা।
ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে মারুফা আক্তার ১২ রানে ভেঙে দেন ওপেনিং জুটি। ষষ্ঠ ওভারে নাহিদা আক্তার তুলে নেন স্কটিশ অধিনায়ক ক্যাথরিন ব্রাইসের উইকেট। নাহিদা পরে আরও দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ৪ উইকেট পান।
চতুর্থ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন আইলসা লিস্টার ও সারাহ ব্রাইস। তবে নিগার সুলতানার নিখুঁত থ্রোয়ে লিস্টার রানআউট হলে আবার ধস নামে। এক পর্যায়ে ১১৫ রানের জুটিতে স্কটিশদের জয়ের আশা জাগান প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্লেটার। কিন্তু ৪৮তম ওভারে সেই জুটিও ভেঙে যায়। প্রিয়ানাজ ৬১ রানে আউট হন।
এর আগে এক ম্যাচ আগেই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ২৭১ রানে নিজেদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ গড়েছিল। স্কটল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ডও ভেঙে ২৭৬ রান সংগ্রহ করে তারা।
ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তিনি ৫৯ বলে ১১ চার মেরে অপরাজিত ৮৩ রান করেন। এছাড়া ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা সমান ৫৭ রান করেন। জ্যোতি চলতি বাছাইয়ে তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন— প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রান, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রান, আর এবার স্কটল্যান্ডের বিপক্ষে ৮৩ রান।
এই হ্যাটট্রিক জয়ে বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নারী দল। সামনে থাকা ম্যাচগুলোয় একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপ নিশ্চিত করাটাই এখন সময়ের ব্যাপার মাত্র।