জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে ঘুষ বাণিজ্যের অভিযোগ, প্রধান সহকারীর বিলাসবহুল জীবনের গুঞ্জন
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, নারী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন দপ্তরের প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর কবির, যিনি স্থানীয়ভাবে ‘হোয়াইট বাবু’ নামে পরিচিত।
সূত্র জানায়, হোয়াইট বাবু দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে প্রকৌশলীর ঘনিষ্ঠতা ও নারী দ্বারা প্ররোচিত করে নানা কাজ আদায় করে আসছিলেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে নানা ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারী জানান, সরকারি চাকরির একজন সহকারীর পক্ষে অল্প সময়ে কয়েক কোটি টাকার মালিক হওয়া ও বিলাসবহুল জীবনযাপন প্রশ্নবিদ্ধ। এছাড়া সরকারি কাজে অংশ নিতে ইচ্ছুক ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠেছে।
একজন সাংবাদিক অভিযোগ করেন, তাকে ম্যানেজ করতে না পারায় হোয়াইট বাবু স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার ঘনিষ্ঠ আত্মীয়কে দিয়ে হয়রানি ও মৃত্যুর হুমকি দেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে অভিযোগ করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তবে এ বিষয়ে হোয়াইট বাবুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, জেলার সচেতন মহল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “একজন অফিস সহকারী কিভাবে এত প্রভাবশালী ও বিত্তশালী হয়ে ওঠে, তা খতিয়ে দেখা প্রয়োজন।”
সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।