প্লট বরাদ্দে অনিয়ম: হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা দুটি পৃথক মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাদের বিরুদ্ধে এই আদেশ দেন। দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে এ আদেশ প্রদান করা হয়।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুটি মামলার প্রথমটিতে ১২ জন, এবং দ্বিতীয় মামলায় ১৭ জন আসামি রয়েছে। যেহেতু বেশিরভাগ আসামি পলাতক, আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম।
এছাড়া, তদন্তে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যক্তি আসামি হয়েছেন।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে ক্ষমতার অপব্যবহার করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখযোগ্য যে, শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান এবং তারপর থেকে সেখানেই অবস্থান করছেন।