পথে ভিন্নতা থাকলেও রাষ্ট্র সংস্কারে সবাই একমত: আলী রীয়াজ
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ভিন্ন মত থাকলেও মূল লক্ষ্য সবার এক—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলোচনার মাধ্যমে ঐকমত্য স্থাপন করে দ্রুত জাতীয় সনদ তৈরি সম্ভব।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, “পথে সামান্য ভিন্নতা আছে, কিন্তু লক্ষ্য এক। সবাই রাষ্ট্র সংস্কার চায়। প্রথম ধাপের সংলাপের মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, আমরা ধাপে ধাপে সামনে এগোবো।”
তিনি আরও বলেন, “সংলাপে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। তখন কমিশনের অবস্থান স্পষ্ট করবো, আপনাদের অবস্থানও বোঝার চেষ্টা করবো। এভাবেই প্রক্রিয়া এগিয়ে যাবে।”
তিনি জানান, “আমাদের প্রধান লক্ষ্য—দ্রুত একটি জাতীয় সনদ প্রণয়ন। যেহেতু কমিশনের মেয়াদ জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত, তাই মে মাসের মাঝামাঝি প্রাথমিক আলোচনা শেষ করতে চাই।”
আলোচনার টেবিলকে ঐক্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “এখানে পক্ষ-বিপক্ষ নেই। সবাই একপক্ষ। ফ্যাসিবাদী শাসন হটাতে যেমন ঐক্য হয়েছিল, সেই ঐক্যকে আরও সুদৃঢ় করে সংস্কারকাজ এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য।”
সংলাপে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অংশ নেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন। এনডিএমের পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, “আমরা সংস্কারগুলো বৃহৎভাবে দেখি। এগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি সম্ভব। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিকে যাতে আর বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে, সেটিই আমাদের লক্ষ্য।”