লাখাইয়ে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা, জনভোগান্তি চরমে
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটির সংস্কার না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, বামৈ পূর্বগ্রাম ও মারুগাছ গ্রামের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি খানাখন্দে ভরা, কোথাও কোথাও চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। যানচলাচল তো দূরের কথা, সাধারণ মানুষকেও হেঁটে চলাচলে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে কয়েকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে সাবেক মেম্বার জাকির হোসেন ওরফে জাহির মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা দুইটি ওয়ার্ডের প্রায় ১৭ হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ। অথচ বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কার বা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়েনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এহতেশামুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি “ভোরের ডাক”-কে জানান, “আমি ও আমার অফিসের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছি। এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় বরাদ্দ এলেই দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।”
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন, “রাস্তাটির বিষয়ে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি সবসময় চেষ্টা করি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ যেন চলাচলে কষ্ট না পায়।”
স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চরম দুর্ভোগে আছি। দ্রুত রাস্তা পুনঃনির্মাণ করে আমাদের কষ্ট লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”