অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী
চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে দেবীনগর ইউনিয়নের তিনটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিককে আর্থিক সহায়তা প্রদান করে দলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।
বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “সমাজের যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নীতি। এখানে দল-মত, ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। মানুষ হিসেবে সকল শোষিত-বঞ্চিতদের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে, এবং থাকবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক চারটি মূল কর্মসূচির অন্যতম হলো সমাজ সেবা ও সংস্কার। এই কর্মসূচির আওতায় জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।”
জামায়াতে ইসলামীর প্রথম দফা কর্মসূচি ‘শিক্ষা ও প্রশিক্ষণ’ উল্লেখ করে তিনি বলেন, “নৈতিক ও ইসলামী শিক্ষার অভাবেই আজ সমাজে অনৈতিকতা বাড়ছে। আমাদের সংগঠনের নেতাকর্মীরা আদর্শবান, চরিত্রবান এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রশিক্ষণ পায়, তাই তারা কখনোই চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বা দুর্নীতিতে জড়ায় না।”
তিনি মন্তব্য করেন, “যেসব দলে রাজনৈতিক ও সাংগঠনিক প্রশিক্ষণের অভাব, তাদের নেতাকর্মীরাই এখন মানুষের গরু-ছাগলও চুরি করছে। জনগণ তাদের চিনে ফেলেছে, সময় এলে তারা ভোটের মাধ্যমেই জবাব দেবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির এবং ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।