জয়পুরহাটে নববর্ষের প্রথম দিনেই ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
জয়পুরহাটে নববর্ষের প্রথম দিনেই প্রাণ গেল এক রিকশাচালকের। জেলার সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন ব্যাটারিচালিত রিকশার চালক নূর মিয়া (৪২)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নূর মিয়া জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের নলপুকুর পাড়ার লুৎফর রহমানের ছেলে।
রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রিকশা চালিয়ে রাতে শহরের বটতলী বাজার থেকে শাকসবজি কিনে বাড়ি ফেরার পথে বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রাস্তায় চলমান নির্মাণকাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার রিকশার। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শজিমেকে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নূর মিয়া বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।