কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
সারাদেশের মতো জয়পুরহাটের কালাই উপজেলাতেও নানা উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২। বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি কালাইয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য, গান ও নানা বয়সী মানুষের অংশগ্রহণে গোটা আয়োজন হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনমেলা।
মহিলা কলেজ মাঠে আয়োজিত বৈশাখী মেলায় ছিল পিঠাপুলি, হস্তশিল্প, খেলনা ও ঐতিহ্যবাহী পণ্যের বাহারি স্টল। শিশু-কিশোরদের আনন্দ দিতে ছিল ঘোড়ার গাড়ি, পালকি, নাগরদোলা, আর্ট শো, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। মেলার স্টলগুলো ছিল রঙিন ও জাঁকজমকপূর্ণ, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেখার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান এবং কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এমন বর্ণাঢ্য আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানা ও সংস্কৃতির চেতনা জাগ্রত করবে। কালাই উপজেলা প্রশাসনের এমন আয়োজন নিঃসন্দেহে এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ রাখবে।