খুলনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১
খুলনায় ট্রাকের চাপায় মো. সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারুক শেখ নামের আরেক ব্যক্তি। রোববার বিকাল সোয়া ৫টার দিকে নগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল মল্লিক বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ছোট বয়রা শশ্মাংঘাট এলাকার ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত ফারুক শেখ একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার জানান, বয়রা থেকে মোস্তরমোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক। একই দিকে যাচ্ছিল সাইফুল ও ফারুকের মোটরসাইকেল। ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায় এবং দুজনই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি খায়রুল বাশার।