কুয়েটে নববর্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে কাটলো রাত
বাংলা নববর্ষে দেশের বিভিন্ন স্থানে উৎসবের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে নববর্ষের আনন্দ উপভোগ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত ছিল এবং তারা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এখনো ২০/২৫ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
গত ১৩ এপ্রিল দুপুরে, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। তাদের আল্টিমেটাম ছিল রাত ৮টা পর্যন্ত, কিন্তু নির্ধারিত সময় পার হলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়নি, যার ফলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাত কাটাতে বাধ্য হন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত রাত থেকে প্রশাসনিক ভবনের বাথরুম তালা দিয়ে বন্ধ করে রেখেছে, যার ফলে তাদের পাশ্ববর্তী ভবনে গিয়ে বাথরুম ব্যবহার করতে হচ্ছে। তাছাড়া, খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজনে বাহিরে বের হলে নিরাপত্তা কর্মীরা তাদের হেনস্তা করছে, এবং সকালে ভিতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়।
শিক্ষার্থীরা আরও জানান, গত পাঁচ বছর রমজান মাসে বাংলা নববর্ষ আসলেও তারা এটি উদযাপন করতে পারেননি, কিন্তু এই বছর তারা আশায় ছিলেন যে হল খুলে দিবে এবং তারা নববর্ষ উদযাপন করবে। তবে, দুঃখজনকভাবে এবছর তাদের নববর্ষের দিনেও হল খোলার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে রাত কাটাতে হয়েছে।
আজ (১৪ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক প্রফেসর রাজু আহমেদ এসে তাদের জানিয়েছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে, তবে সভার এজেন্ডা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি শিক্ষার্থীদের অবস্থান থেকে চলে যেতে অনুরোধ করেন, কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত জানার পর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।