রাজশাহীতে নববর্ষে শিশু একাডেমিতে মেলা
রাজশাহীতে শিশু একাডেমিতে বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের মেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। মেলার সার্বিক সহযোগিতা করেছে রাজশাহী বিসিক ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা, যারা বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য নিয়ে এসেছেন। মেলাতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা থ্রি-পিচ, শাড়ি, পিঠা, পায়েস, বিভিন্ন ধরনের গহনা এবং হাতে তৈরি অন্যান্য পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় কারা শিল্পের পণ্যও প্রদর্শিত হচ্ছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা বেত ও পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য তৈরি করে মেলায় আনা হয়েছে, যা ফটকের সামনে বিক্রি হচ্ছে। এই উদ্যোগটি কয়েদিদের কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করছে এবং তাদের হাতে তৈরি পণ্যগুলির মানও বেশ ভালো।
মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছোট-বড় সকল শ্রেণীর মানুষ উপভোগ করেছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মেলায় পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, যাতে সকলের জন্য একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা যায়।
এছাড়া, মেলা সবার জন্য উন্মুক্ত ছিল, এবং বিশাল সংখ্যক নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ এখানে এসেছিলেন তাদের পছন্দসই পণ্য দেখতে ও ক্রয় করতে।
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলা স্থানীয় শিল্পীদের প্রচারের সুযোগ তৈরি করেছে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।