সমাদর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
রাউজান উপজেলার পূর্ব আধারমানিকের খ্যাতিপাড়া এলাকায় সামাজিক সংগঠন সমাদর ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ উদযাপন, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় বৌদ্ধ ধর্মীয় গাথা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে। বিকেল ৩টায় স্থানীয় মাঠে ক্লাবের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক সঞ্জয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব।
আলোচনার শুরুতে অতিথিবৃন্দ ক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবিত্র ত্রিপিটক পাঠ করেন ভদন্ত করুনা প্রিয় থের এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সমাদর ক্লাবের শিল্পীরা।
আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা, মানিক বিহারের অধ্যক্ষ ভদন্ত সদ্ধর্মসারণী সুমনবংশ মহাথের। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সুরৎসিং বিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন World Alliance of Buddhist, Thailand এর ভাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Ward Pack Thailand Bangladesh Chapter এর চিফ কো-অর্ডিনেটর সদ্ধর্মলোক ডিলক প্রদীপ বড়ুয়া আনন্দ, সমীরণ ফাউন্ডেশনের পরিচালক শিক্ষিকা পুরবী বড়ুয়া, World Alliance of Buddhist Youth, Thailand এর চেয়ারপার্সন ড. মিথিলা চৌধুরী, আনোদয় বিহারের অর্থ সম্পাদক নিহার কান্তি বড়ুয়া, দুলাল-রেনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিমূল কান্তি বড়ুয়া, মানিক বিহার পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মিলন কান্তি বড়ুয়া, পল্লী চিকিৎসক ভূপতি রঞ্জন বড়ুয়া এবং প্রবীণ সমাজসেবক বিদর্শন সাধক রতন বস্তুয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক সুলভ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য দেন ধম্মা স্কুলের বর্ষীয়ান শিক্ষক ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বস্তুয়া।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে টিভি ও বেতারের গুণী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।