হল খুলে দেওয়ার দাবিতে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন দেড় শতাধিক শিক্ষার্থী। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হয়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পান। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে হল খুলে দেওয়ার দাবিতে লিখিত আবেদন জমা দেন।
শিক্ষার্থীরা জানান, আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী হল থেকে বাইরে টিউশন করতেন, এখন তা সম্ভব হচ্ছে না। তারা দাবি করেন, আজ রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়া না হলে তারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
বিকেল ৪টার দিকে শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষকরা জানান, সিন্ডিকেট সভা ছাড়া কোনো একাডেমিক কার্যক্রম বা আবাসিক হল খুলে দেওয়া সম্ভব নয়।
কুয়েট সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা লিখিতভাবে হল খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। তবে সিন্ডিকেট সভা ছাড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের দুটি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।