সুনামগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা ও রাফায় নারী, শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পশ্চিম বাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির। তিনি বলেন, “ইসরায়েল গাজা ও রাফায় নির্বিচারে শিশু ও নারীসহ সাধারণ মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে, তা সভ্যতার জন্য লজ্জাজনক। মুসলমান হিসেবে এর প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো দাবি তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় আজও জাতীয় পার্টি ফিলিস্তিনের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের সরকারের প্রতিও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আরও জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ সঞ্চালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু। এতে আরও বক্তব্য দেন—জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. চাঁন মিয়া, অবসরপ্রাপ্ত হাবিলদার মোর্শেদ ও নজির হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদা বেগম ও মমতাজ বেগম, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সুমন আহমদ স্বপন, যুব সংহতির নেতা শাহিন আহমেদ মিন্টু ও সাব্বির আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, আলীনুর, আলিম উদ্দিন, পীর এনামুল হক শাহরুখ, বিশ্বম্ভরপুর উপজেলার শওকত আলী, গৌরারং ইউপি জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান নান্নু, তালুকদার ইকবাল হোসেন ও মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।