লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—স্বজনগ্রামের মঈন উদ্দিন, মকসুদপুর গ্রামের রফিক মিয়া ও সিংহগ্রামের মনা মিয়া ওরফে বদর।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে স্বজনগ্রাম থেকে আব্দুল মোতালিবের ছেলে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করেন।
একই রাতে পুলিশের আরেকটি দল, উপপরিদর্শক আব্দুল আলীমের নেতৃত্বে, মকসুদপুর গ্রামে অভিযান চালিয়ে অলি মিয়ার ছেলে রফিক মিয়াকে গ্রেপ্তার করে।
এছাড়া, রাত্রিকালীন টহলের সময় উপপরিদর্শক মানিক সাহা সিংহগ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় আনু মিয়ার ছেলে মনা মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব না দেওয়ায় তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিন আসামিকেই রোববার হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।