ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ

চেকপোস্ট ডেস্ক::

শিল্প খাতে গ্যাসের নতুন দর ঘোষণা করা হবে আজ রোববার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রাজধানীর কারওয়ান বাজারে তাদের কার্যালয়ে বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ নতুন দর প্রকাশ করবে।

বিইআরসির সূত্র জানায়, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা বিল দিয়ে থাকেন। বিদ্যমান গ্রাহকদের এই হার অপরিবর্তিত থাকলেও নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।

পেট্রোবাংলা শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করে জানায়, দাম না বাড়ালে সংস্থার বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে। প্রস্তাবনায় বিদ্যমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুত গ্রাহকদের জন্য দাম বাড়ানোর আহ্বান জানানো হয়।

পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী-বিদ্যমান শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম: যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা (অপরিবর্তিত), নতুন সংযোগের ক্ষেত্রে প্রস্তাবিত দর: ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত (অনুমোদিত) গ্রাহকদের জন্য প্রস্তাব: অর্ধেক গ্যাস ৩০ টাকা, বাকি অর্ধেক ৭৫.৭২ টাকায়।

বিইআরসি গত ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে গণশুনানি করে। সেখানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা দুই ধরনের দর নির্ধারণের তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি, এভাবে নতুন ও পুরনো গ্রাহকদের আলাদা দরে গ্যাস সরবরাহ করলে শিল্পে অসম প্রতিযোগিতা তৈরি হবে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আজকের ঘোষণার দিকে ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্ট সব মহল সতর্ক নজরে রয়েছে। এখন দেখার পালা, বিইআরসি তাদের সিদ্ধান্তে কী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ

আপডেট সময় ১১:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

শিল্প খাতে গ্যাসের নতুন দর ঘোষণা করা হবে আজ রোববার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রাজধানীর কারওয়ান বাজারে তাদের কার্যালয়ে বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ নতুন দর প্রকাশ করবে।

বিইআরসির সূত্র জানায়, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা বিল দিয়ে থাকেন। বিদ্যমান গ্রাহকদের এই হার অপরিবর্তিত থাকলেও নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।

পেট্রোবাংলা শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করে জানায়, দাম না বাড়ালে সংস্থার বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে। প্রস্তাবনায় বিদ্যমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুত গ্রাহকদের জন্য দাম বাড়ানোর আহ্বান জানানো হয়।

পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী-বিদ্যমান শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম: যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা (অপরিবর্তিত), নতুন সংযোগের ক্ষেত্রে প্রস্তাবিত দর: ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত (অনুমোদিত) গ্রাহকদের জন্য প্রস্তাব: অর্ধেক গ্যাস ৩০ টাকা, বাকি অর্ধেক ৭৫.৭২ টাকায়।

বিইআরসি গত ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে গণশুনানি করে। সেখানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা দুই ধরনের দর নির্ধারণের তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি, এভাবে নতুন ও পুরনো গ্রাহকদের আলাদা দরে গ্যাস সরবরাহ করলে শিল্পে অসম প্রতিযোগিতা তৈরি হবে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আজকের ঘোষণার দিকে ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্ট সব মহল সতর্ক নজরে রয়েছে। এখন দেখার পালা, বিইআরসি তাদের সিদ্ধান্তে কী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।