নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ
‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন একটি দল। “এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার”-এই স্লোগানে আত্মপ্রকাশ করেছে দলটি। শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আব্দুল মালেক ফরাজী, যিনি পূর্বে গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, “দেশ পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। আমরা আর কোনো দল বা বিদেশি শক্তির দালালি করবো না। আমাদের রাজনীতি হবে দেশের মাটি ও মানুষের জন্য।”
দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান দলটির ঘোষণাপত্র পাঠ করে বলেন, “চলমান পক্ষপাতদুষ্ট রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে আমরা এগিয়ে আসছি। আমাদের লক্ষ্য—নতুন রেনেসাঁ, গণজাগরণ, নতুন রাজনীতি এবং মহান নেতৃত্বের উন্মেষ ঘটিয়ে একটি শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়া।”
তিনি আরও বলেন, দেশে সৃষ্টি হওয়া বহুস্তর বিশিষ্ট বৈষম্য দূর করাই হবে তাদের অন্যতম অঙ্গীকার।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, সহসভাপতি জামাল উদ্দিন জামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ মিয়াজী। তিনি বলেন, “আমরা এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করিনি। ধাপে ধাপে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।”
বর্তমানে দেশে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি। তবে নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। এই প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলে দেবে।