ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা

চেকপোস্ট প্রতিবেদক::

পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় আসার পর তার কনসার্ট স্থগিত হয়ে গেছে। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি আয়োজনের জন্য ঢাকায় আসেন তিনি, তবে কনসার্টের এক ঘণ্টা আগে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন ফেসবুক পোস্টে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়। এমনকি আয়োজক প্রতিষ্ঠানের সাথে শিল্পীরা পর্যন্ত যোগাযোগ করতে পারছেন না।

এ কনসার্টে ঢাকা শহরের এ কে রাহুল, লেভেল ফাইভ ব্যান্ড এবং এনকোর ব্যান্ডের অংশগ্রহণ করার কথা ছিল। তবে শিল্পীরা জানাতে পারছেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী। অনেকেই অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

কনসার্ট স্থগিতের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকা শহরের শিল্পীরা জানিয়েছেন, এটি কেবল বিব্রতকর নয়, বরং লজ্জাজনক। এ কে রাহুল বলেন, “এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, তবে কনসার্টের পূর্বমুহূর্তে যোগাযোগ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।”

লেভেল ফাইভ ব্যান্ডের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, “আগে কনসার্ট স্থগিত হলে আমরা জানতাম, তবে এবার কিছুই জানানো হয়নি। কয়েকদিন ধরে যোগাযোগ কমিয়ে দেওয়া হয়েছিল এবং পেমেন্টও সময়মতো করা হয়নি।”

টিকিট মূল্য ছিল-জেনারেল: ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন: ৩ হাজার ৪৯৯ টাকা, প্রিমিয়াম: ১০ হাজার টাকা।

ভেন্যু হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ঠিক ছিল, তবে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো বুকিং পাননি এবং আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ পরিশোধও হয়নি।

কনসার্টে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ফুড কোর্টে জায়গা নিয়েছিল, তবে সেখানে গিয়ে তারা খালি পেয়ে হতাশ হন। এক ফেসবুক ভিডিওতে এক ব্যক্তি বলেন, “৩০ হাজার টাকা দিয়ে দোকান নিয়েছি, কিন্তু এখানে এসে দেখি কিছুই নেই, সব নম্বর বন্ধ।”

এটি নতুন নয়, কারণ মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ কনসার্ট স্থগিত করেছিল এবং এখনো টিকিটের টাকা ফেরত দেয়নি।

মুস্তাফা জাহিদ তার সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ‘রক্সেন’ ব্যান্ডে, এবং ২০০৭ সালে ‘আওয়ারাপান’ সিনেমার গান ‘তো ফির আও’ দিয়ে ভারতে পরিচিতি লাভ করেন। এর পর তিনি ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’ সহ বেশ কিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
৫২৮ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা

আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় আসার পর তার কনসার্ট স্থগিত হয়ে গেছে। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি আয়োজনের জন্য ঢাকায় আসেন তিনি, তবে কনসার্টের এক ঘণ্টা আগে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন ফেসবুক পোস্টে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়। এমনকি আয়োজক প্রতিষ্ঠানের সাথে শিল্পীরা পর্যন্ত যোগাযোগ করতে পারছেন না।

এ কনসার্টে ঢাকা শহরের এ কে রাহুল, লেভেল ফাইভ ব্যান্ড এবং এনকোর ব্যান্ডের অংশগ্রহণ করার কথা ছিল। তবে শিল্পীরা জানাতে পারছেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী। অনেকেই অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

কনসার্ট স্থগিতের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকা শহরের শিল্পীরা জানিয়েছেন, এটি কেবল বিব্রতকর নয়, বরং লজ্জাজনক। এ কে রাহুল বলেন, “এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, তবে কনসার্টের পূর্বমুহূর্তে যোগাযোগ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।”

লেভেল ফাইভ ব্যান্ডের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, “আগে কনসার্ট স্থগিত হলে আমরা জানতাম, তবে এবার কিছুই জানানো হয়নি। কয়েকদিন ধরে যোগাযোগ কমিয়ে দেওয়া হয়েছিল এবং পেমেন্টও সময়মতো করা হয়নি।”

টিকিট মূল্য ছিল-জেনারেল: ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন: ৩ হাজার ৪৯৯ টাকা, প্রিমিয়াম: ১০ হাজার টাকা।

ভেন্যু হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ঠিক ছিল, তবে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো বুকিং পাননি এবং আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ পরিশোধও হয়নি।

কনসার্টে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ফুড কোর্টে জায়গা নিয়েছিল, তবে সেখানে গিয়ে তারা খালি পেয়ে হতাশ হন। এক ফেসবুক ভিডিওতে এক ব্যক্তি বলেন, “৩০ হাজার টাকা দিয়ে দোকান নিয়েছি, কিন্তু এখানে এসে দেখি কিছুই নেই, সব নম্বর বন্ধ।”

এটি নতুন নয়, কারণ মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ কনসার্ট স্থগিত করেছিল এবং এখনো টিকিটের টাকা ফেরত দেয়নি।

মুস্তাফা জাহিদ তার সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ‘রক্সেন’ ব্যান্ডে, এবং ২০০৭ সালে ‘আওয়ারাপান’ সিনেমার গান ‘তো ফির আও’ দিয়ে ভারতে পরিচিতি লাভ করেন। এর পর তিনি ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’ সহ বেশ কিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন।