৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে চমক জোয়ানা চাইল্ডের
ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়লেন জোয়ানা চাইল্ড। ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করে তাক লাগিয়ে দিয়েছেন এই পর্তুগিজ নারী ক্রিকেটার।
৬৪ বছর ১৮২ দিন বয়সে সম্প্রতি নরওয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় জোয়ানার। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসেও পারদর্শী তিনি। যদিও ব্যাট হাতে তার অভিষেকটা খুব একটা উজ্জ্বল ছিল না—১০ নম্বরে নেমে ৮ বলে করেন মাত্র ২ রান।
তবে এত বয়সেও মাঠে নেমে তিনি যে ইতিহাস গড়েছেন, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। যদিও সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের রেকর্ড তার নয়। সেই রেকর্ডটি রয়েছে জিব্রাল্টারের উইকেটকিপার ব্যাটার সেলি বার্টনের দখলে, যিনি ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে অভিষেক করেছিলেন।
পর্তুগালের হয়ে ৭ এপ্রিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন জোয়ানা। তার দল প্রথম ম্যাচে নরওয়েকে ১৬ রানে হারায়। সেই ম্যাচেই জোয়ানার অভিষেক।
সিরিজের বাকি দুটি ম্যাচেও অংশ নেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪ বল করেন এবং দেন ১১ রান, কোনো উইকেট পাননি। তৃতীয় ম্যাচে কোনো ব্যাটিং-বোলিং সুযোগ না পেলেও দলের ৯ উইকেটের জয়ে তিনি মাঠে ছিলেন।
এ সিরিজে সবচেয়ে বড় চমক ছিল পর্তুগাল দলের বৈচিত্র্যপূর্ণ বয়স বিন্যাস। দলের অধিনায়ক সারাহ ফো রিল্যান্ডের বয়স ৪০ বছরের বেশি, আবার দলে এমনও সদস্য আছেন, যাদের বয়স মাত্র ১৫-১৬ বছর।
বয়স শুধুমাত্র সংখ্যা-এটা আরও একবার প্রমাণ করলেন জোয়ানা চাইল্ড।