খুলনায় ঈদ মেলায় যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
খুলনার জাতিসংঘ পার্কে ঈদ মেলায় ইজিবাইক চালক পলাশ শেখকে ছুরিকাঘাতে হত্যার মামলার প্রধান আসামি ফাহিম (১৯)-কে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ফরিদপুরের নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফাহিম খুলনার সোনাডাঙ্গা থানার ফেরিঘাট টিনসেড বস্তি এলাকার বাসিন্দা, ভুট্রো নামে এক ব্যক্তির ছেলে। র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিম ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-৬ ও র্যাব-১০ (সিপিসি-৩) এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত পলাশ শেখ পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। তার সঙ্গে আসামীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গত ৬ এপ্রিল (রবিবার) রাতে খুলনার জাতিসংঘ পার্কে ফাহিমসহ অন্যরা পলাশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পলাশের পেটে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় লোকজন ও পলাশের চাচা তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ৭ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। ঘটনার পর নিহতের বাবা খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ফাহিমকে আইনগত প্রক্রিয়ার জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।