সাংবাদিক ও কর আইনজীবী মনিরুল হুদার ইন্তেকাল, শনিবার খুলনায় জানাজা ও দাফন
খুলনার বিশিষ্ট সাংবাদিক, কর আইনজীবী ও সাবেক জনপ্রতিনিধি মনিরুল হুদা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি ছিলেন খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রথিতযশা কর আইনজীবী। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি খুলনার গণমাধ্যম জগতে রেখে গেছেন অসাধারণ অবদান।
আজ শুক্রবার যোহরবাদ ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বাদ যোহর খুলনার আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মনিরুল হুদা ছিলেন একাধারে ভাষা সৈনিক, আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি, এবং সাংবাদিকতার পুরোধা ব্যক্তিত্ব। তিনি ছিলেন রোটারী আন্দোলনের একজন সিনিয়র সদস্যও।
১৯৩৭ সালের ২৭ নভেম্বর তিনি ব্রিটিশ ভারতের বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সামসুল হুদা ছিলেন বাগেরহাট মহকুমা প্রশাসক এবং মাতা আমেনা খাতুন ছিলেন শিক্ষিত গৃহিণী।
তিনি ছিলেন এক পুত্র ও তিন কন্যার জনক। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মনিরুল হুদার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খুলনার সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।