বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় কোম্পানি এনগ্রো হোল্ডিংস। বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে ব্যবসায়িক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের টেলিকম খাতের প্রসার ও সম্ভাবনা এবং জ্বালানি খাতে গ্যাস বিতরণে সহযোগিতার আগ্রহের কথা জানান।
আবদুল সামাদ দাউদ বলেন, “আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাত নিয়ে অত্যন্ত আগ্রহী। পাশাপাশি, ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করে দেশের শিল্প প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে মনে করি।”
ড. মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের দীর্ঘমেয়াদি, টেকসই প্রকল্পগুলোতে মনোনিবেশ করলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।”
সাক্ষাৎকালে এনগ্রো সিইও চার দিনব্যাপী বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, “এই সম্মেলনে একটি মানবিক ও আন্তরিক স্পর্শ ছিল। একই ছাদের নিচে এতগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ড. ইউনূস এনগ্রো নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি অপার সম্ভাবনার দেশ।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।