ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন কার্যক্রম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয় করেছে প্রায় ৩১ কোটি টাকা। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই ধাপে তিনটি ইউনিটে এই আবেদন প্রক্রিয়া চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ৪ লাখ ৪১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী আবেদন করেন। চূড়ান্ত পর্যায়ে জমা পড়ে ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি আবেদন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০টি আবেদন জমা পড়ে।

আয়ের বিস্তারিত বিশ্লেষণ- প্রাথমিক আবেদনে আবেদন ফি ছিল ২২ টাকা। ২ লাখ ৪৮ হাজার ৫০০ জন একক আবেদনকারী থেকে আয় হয় ৫৪ লাখ ৬৭ হাজার টাকা। চূড়ান্ত আবেদনে ‘এ’ ও ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ৯৪ হাজার ২৮২টি আবেদনের প্রতিটিতে ১,৩২০ টাকা করে ফি আদায় করা হয়। এতে আয় হয় ২৫ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ২৪০ টাকা। ‘বি’ ইউনিটে আবেদন ফি ছিল ১,১০০ টাকা। ৪২ হাজার ৪৩৩টি আবেদন থেকে আয় হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে চূড়ান্ত আবেদনে মোট আয় দাঁড়ায় ৩০ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫৪০ টাকা।

ফলে প্রাথমিক ও চূড়ান্ত-দুই ধাপে মোট আয় হয়েছে ৩০ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ৫৪০ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সেবায় ব্যয় করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
৫৩১ বার পড়া হয়েছে

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা

আপডেট সময় ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন কার্যক্রম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয় করেছে প্রায় ৩১ কোটি টাকা। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই ধাপে তিনটি ইউনিটে এই আবেদন প্রক্রিয়া চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ৪ লাখ ৪১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী আবেদন করেন। চূড়ান্ত পর্যায়ে জমা পড়ে ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি আবেদন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০টি আবেদন জমা পড়ে।

আয়ের বিস্তারিত বিশ্লেষণ- প্রাথমিক আবেদনে আবেদন ফি ছিল ২২ টাকা। ২ লাখ ৪৮ হাজার ৫০০ জন একক আবেদনকারী থেকে আয় হয় ৫৪ লাখ ৬৭ হাজার টাকা। চূড়ান্ত আবেদনে ‘এ’ ও ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ৯৪ হাজার ২৮২টি আবেদনের প্রতিটিতে ১,৩২০ টাকা করে ফি আদায় করা হয়। এতে আয় হয় ২৫ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ২৪০ টাকা। ‘বি’ ইউনিটে আবেদন ফি ছিল ১,১০০ টাকা। ৪২ হাজার ৪৩৩টি আবেদন থেকে আয় হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে চূড়ান্ত আবেদনে মোট আয় দাঁড়ায় ৩০ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫৪০ টাকা।

ফলে প্রাথমিক ও চূড়ান্ত-দুই ধাপে মোট আয় হয়েছে ৩০ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ৫৪০ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সেবায় ব্যয় করা হবে।