ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিলেন জয়পুরহাটের সিরাজুল

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়েও এসএসসি পরীক্ষায় অংশ নিলেন জয়পুরহাট জেলা কারাগারে আটক মো. সিরাজুল ইসলাম (১৮)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি কারাগার থেকেই অংশ নেন।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপার মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

জেল সুপার জানান, চলতি মাসের ৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে সিরাজুল ইসলাম কারাগারে আসেন। আদালতের নির্দেশে তার এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কারাগারেই তাকে বইপত্র সরবরাহ করে পড়াশোনার সুযোগ দেওয়া হয়, এবং পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, “নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন সময় সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছে।”

এদিকে পরীক্ষা শুরুর আগে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী কারাগার পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ-খবর নেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, “জয়পুরহাট জেলায় এবার মোট ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।”

এই ঘটনা প্রমাণ করে, কারাগারে থেকেও শিক্ষা অর্জনের সুযোগ পাওয়া সম্ভব— যদি থাকে মনোবল ও যথাযথ সহায়তা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিলেন জয়পুরহাটের সিরাজুল

আপডেট সময় ১১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়েও এসএসসি পরীক্ষায় অংশ নিলেন জয়পুরহাট জেলা কারাগারে আটক মো. সিরাজুল ইসলাম (১৮)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি কারাগার থেকেই অংশ নেন।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপার মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

জেল সুপার জানান, চলতি মাসের ৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে সিরাজুল ইসলাম কারাগারে আসেন। আদালতের নির্দেশে তার এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কারাগারেই তাকে বইপত্র সরবরাহ করে পড়াশোনার সুযোগ দেওয়া হয়, এবং পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, “নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন সময় সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছে।”

এদিকে পরীক্ষা শুরুর আগে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী কারাগার পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ-খবর নেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, “জয়পুরহাট জেলায় এবার মোট ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।”

এই ঘটনা প্রমাণ করে, কারাগারে থেকেও শিক্ষা অর্জনের সুযোগ পাওয়া সম্ভব— যদি থাকে মনোবল ও যথাযথ সহায়তা।