এসএসসি পরীক্ষায় পাঞ্জেরি ও লেকচার গাইড থেকে প্রশ্ন, সন্তুষ্ট পরীক্ষার্থীরা
আজ বুধবার (১০ এপ্রিল) সারাদেশের মতো খুলনায়ও অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০২৫ সালের বাংলা প্রথম পত্র পরীক্ষা। খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশ্নপত্রে পাঞ্জেরি ও লেকচার গাইডের মিল পাওয়া গেছে। অধিকাংশ পরীক্ষার্থী শতভাগ উত্তর দিতে পেরেছেন বলে জানান।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এ পরীক্ষায় শিক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র ত্যাগ করেন। প্রথম পাবলিক পরীক্ষা হওয়ায় কিছুটা উত্তেজনা থাকলেও প্রশ্ন সহজ হওয়ায় পরীক্ষার্থীদের মুখে ছিল স্বস্তির ছাপ। তাদের সফলতায় অভিভাবকরা ছিলেন আনন্দিত, শিক্ষকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।
পরীক্ষা শেষে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী মো. রবিউল আজমির বলেন, “প্রশ্নপত্রে পাঞ্জেরি গাইড অনুসরণ করা হয়েছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল, তাই পরীক্ষাও ভালো হয়েছে।”
একই স্কুলের এস. এম. শফিউল ইসলাম ও তানভীর আহমেদ তমাল জানান, তাঁরা বাংলা প্রথম পত্রের সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্য শিক্ষার্থী রিসাদ বলেন, “লেকচার গাইড থেকেও প্রশ্ন এসেছে। তবে ১১ নম্বর প্রশ্নে ‘হাকিকুল্লাহ’ বানানটি ভুল ছিল।”
সুরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মিম বলেন, “আলহামদুলিল্লাহ, প্রশ্ন ভালো ছিল। লেকচার গাইড পড়েছি, অনেক মিল পেয়েছি।”
ফাতিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রূপা ও সাদিয়া জানান, তাঁরা শতভাগ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এবং প্রশ্নপত্রে লেকচার গাইডের বেশ কিছু অংশ এসেছে।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে খুলনার পাইকগাছা উপজেলায় ৪ জন ও ডুমুরিয়ায় ১ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে।
আজকের পরীক্ষায় খুলনা জেলায় এসএসসিতে ২৫ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও ২১২ জন অনুপস্থিত ছিলেন। দাখিলে অনুপস্থিত ছিল ১১২ জন এবং ভোকেশনালে ৪১ জন পরীক্ষার্থী।