পশ্চিম সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
পশ্চিম সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের গহীন বনে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সংবাদমাধ্যমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, “বুধবার দুপুর ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত করিম শরীফ বাহিনীর আস্তানায় টানা অভিযান চালায় কোস্ট গার্ড। আমাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে সেখানে থাকা ৩৩ জন জেলে ও ১৬টি নৌকা উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন ৬ জন নারী সদস্যও। তারা সবাই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। নৌকাসহ জেলেদের পরিবারে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
জেলেরা জানান, বন বিভাগের অনুমতি (পাস-পারমিট) নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গিয়েছিলেন তারা। দস্যুরা বিভিন্ন নদী ও খাল থেকে জেলেদের ধরে নিয়ে গিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছিল।
কোস্ট গার্ডের এ অভিযান সুন্দরবনের নিরাপত্তা ও জলজ সম্পদ আহরণে নিয়োজিতদের রক্ষায় এক সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।