কেসিসির উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ, বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। ৯ এপ্রিল, বুধবার দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে অপসারণ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অপরাধে মোট ৫জন দখলদারকে জরিমানা করা হয়। স্টেশন রোড থেকে খাবার অনুপযোগী শরবত বিক্রয়ের অপরাধে মো: সোহেলকে ৫০০ টাকা, ফুটপথে ডেকোরেটরের সামগ্রী ধৌত করার অপরাধে রয়েল মোড়স্থ ডেকোরেটরের মালিক মো: কামাল হোসেন খানকে ৩,০০০ টাকা, ট্রেড লাইসেন্সের ভিন্নতা থাকার কারণে সাতরাস্তা পান সিগারেট বিক্রেতা মো: বেল্লাল হোসেনকে ১০,০০০ টাকা, ফুটপথের ওপর ফ্রিজ রাখার অপরাধে শেরে বাংলা রোডস্থ সুজন এন্টারপ্রাইজের মালিক এহসানুল হক সিদ্দিককে ১,০০০ টাকা, ফুটপথে মটর সাইকেল মেরামত করার অপরাধে মো: রফিকুল ইসলামকে ৩,০০০ টাকা এবং ফুটপথে লোহার শীট রাখার অপরাধে ওয়ার্কশপ ব্যবসায়ী মো: শহিদুল ইসলামকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, কেসিসির মালিকানাধীন বড় বাজার সংলগ্ন নড়াইল কাছারীঘাট থেকে অবৈধ দখলদারদের অপসারণ এবং অন্যান্য সড়ক ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রমও পরিচালিত হয়।
অভিযানকালে কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও কেএমপির পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। জনসার্থে এই অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে, বলে কেসিসি কর্তৃপক্ষ জানিয়েছে।