খুলনায় পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষ, আহত ৫ জন
খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ ৯ এপ্রিল, সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর লবনচরা থানাধীন বান্দা পাকার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক এবং পিকআপ গাড়ির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক অনিক (১৮) লবনচরা বউবাজার এলাকার রিয়াজ এর ছেলে, সোহেল (৩০) মাদ্রাসা রোড এলাকার আব্দুস সাত্তার এর ছেলে।, সজল (২১) রুপসা বাসস্টান্ড এলাকার মালিক হাওলাদার এর ছেলে, রুপা (২৫) শিপইয়ার্ড কলোনীর আজিজ এর স্ত্রী, মোমেনা (৫০) একই কলোনীর বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছেন।
এদিকে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পিকআপ ও ড্রাইভারকে হেফাজতে নেয়। লবনচরা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে পিকআপ এবং ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।