তামিমের পর হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একের পর এক অসুস্থতার খবর মিলছে। কিছুদিন আগে খেলার মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এবার একই টুর্নামেন্টে আম্পায়ার গাজী সোহেলকে নিতে হয়েছে হাসপাতালে।
বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল আম্পায়ার গাজী সোহেলের। তবে ম্যাচ শুরুর আগেই শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে বিকেএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাঠে উপস্থিত বিসিবির এক কর্মকর্তা জানান, “ম্যাচ শুরুর ঠিক আগে সোহেল ভাই হঠাৎ অসুস্থ বোধ করেন, পরে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বলেন, “উনার প্রেশার হাই হয়ে গিয়েছিল। এখন কিছুটা স্থিতিশীল হলেও পালস রেট এখনো একটু বেশি। তবে আশঙ্কার কিছু নেই। মাঠের খেলা চলছে রিজার্ভ আম্পায়ার দিয়ে।”
তামিম ইকবালের অসুস্থতার পর গাজী সোহেলের ঘটনা মাঠের পরিবেশ ও খেলোয়াড়-অফিশিয়ালদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে এনে দিয়েছে। লিগ আয়োজক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।