প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আজই অ্যাডভাইজরি টিম গঠন: ইসি সানাউল্লাহ
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আজই একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে একাধিক পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে এবং এই লক্ষ্যে আজই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যেকোনো পরিসরে হলেও ভোটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতিকে শর্টলিস্ট করা হয়েছে। তবে প্রতিটিরই কিছু সীমাবদ্ধতা ও সুবিধা রয়েছে।”
তিনি জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ১০টি টিম তাদের মতামত উপস্থাপন করে।
ইসি বলেন, “আমরা যে পদ্ধতিই অনুসরণ করি না কেন, তা বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি ও আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। সব ক্ষেত্রেই অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক হবে। কোনো একটি পদ্ধতির ওপর নির্ভর না করে যৌথ পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন রয়েছে।”
তিনি আরও বলেন, “অনলাইন ভোট এখনো অনেক দেশে জনপ্রিয়তা পায়নি। তাই যে কোনো পদ্ধতি চূড়ান্ত করার আগে মক টেস্টিং বা পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। আমাদের লক্ষ্য হলো কোনো দিন সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।”
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের বিষয়টি নিয়ে তিনি বলেন, “যদি সব ভোটারকে ভোটে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে প্রক্সি একমাত্র উপায়। তবে সব পদ্ধতিরই সফলতা ও দুর্বলতা রয়েছে। কাজেই আমরা কোনো পদ্ধতিকেই এককভাবে বেছে নিচ্ছি না। বরং সবগুলো পদ্ধতির সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি উদাহরণ দিয়ে জানান, পৃথিবীর প্রায় ২৫টি দেশ কোনো না কোনোভাবে প্রক্সি ভোটের ব্যবস্থা করেছে। যেমন—নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সকলের জন্য উন্মুক্ত প্রক্সি ভোটের ব্যবস্থা রেখেছে। অন্য অনেক দেশ নির্দিষ্ট শ্রেণির মানুষদের জন্য এই সুবিধা দিয়েছে।
শেষে তিনি বলেন, “আমরা চাচ্ছি, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হোক। এর জন্য যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলো কাটিয়ে উঠতেই অ্যাডভাইজরি টিম কাজ করবে। ইনশাআল্লাহ, এবার প্রবাসীদের ভোটের আওতায় আনতে পারব।”