কোরিয়ান বিনিয়োগকারী কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান
বাংলাদেশের অর্থনীতিতে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ার অন্যতম বিনিয়োগকারী কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই নাগরিকত্ব প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মাননা গ্রহণ করে কিহাক সাং বলেন- “বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত এবং কৃতজ্ঞ। এ দেশ আমার দ্বিতীয় বাড়ি।”
অনুষ্ঠানে বিনিয়োগে অসামান্য অবদানের জন্য চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-ওয়ালটন (দেশীয় শিল্পপ্রতিষ্ঠান), বিকাশ (বিদেশি বিনিয়োগধর্মী সেবা), স্কয়ার ফার্মাসিটিক্যালস, ফেব্রিকস লিমিটেড|
চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে ৭ এপ্রিল এবং চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এতে অংশ নিয়েছেন বিশ্বের অন্তত ৫০টি দেশের বিনিয়োগকারী প্রতিনিধি। ইতোমধ্যে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।