ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চেকপোস্ট প্রতিবেদক::

বাংলাদেশের হাতে রয়েছে এমন সব চমৎকার ধারণা, যা গোটা বিশ্বকে বদলে দিতে পারে— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস এ কথা বলেন।

তিনি বলেন- “বাংলাদেশে ব্যবসার দারুণ সম্ভাবনা রয়েছে। এই ব্যবসা শুধু দেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে।”

একই সঙ্গে ড. ইউনূস উদাহরণ টানেন ক্ষুদ্রঋণের প্রসঙ্গে। “একসময় এটি বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে শুরু হয়েছিল। এখন এটি আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনৈতিক কার্যক্রমে পরিণত হয়েছে।”

বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ স্মরণ করে আবেগে কণ্ঠরোধ হয়ে আসে প্রধান উপদেষ্টার। কয়েক সেকেন্ডের জন্য থেমে যেতে হয় তাঁকে।

ড. ইউনূস আজ চতুর্দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, যদিও কার্যক্রম শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। এ সময় তিনি চালু করেন স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার— যা মহাকাশভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবায় বাংলাদেশের নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে।

অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়-দেশি বিনিয়োগকারী ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী বিকাশ, বিশেষ ক্যাটাগরি স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস, সম্মানসূচক নাগরিকত্ব কোরিয়ান ইপিজেড চেয়ারম্যান কিহাক সাং।

সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রথম দুই দিনেই তারা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের উন্নয়নে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের হাতে রয়েছে এমন সব চমৎকার ধারণা, যা গোটা বিশ্বকে বদলে দিতে পারে— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস এ কথা বলেন।

তিনি বলেন- “বাংলাদেশে ব্যবসার দারুণ সম্ভাবনা রয়েছে। এই ব্যবসা শুধু দেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে।”

একই সঙ্গে ড. ইউনূস উদাহরণ টানেন ক্ষুদ্রঋণের প্রসঙ্গে। “একসময় এটি বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে শুরু হয়েছিল। এখন এটি আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনৈতিক কার্যক্রমে পরিণত হয়েছে।”

বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ স্মরণ করে আবেগে কণ্ঠরোধ হয়ে আসে প্রধান উপদেষ্টার। কয়েক সেকেন্ডের জন্য থেমে যেতে হয় তাঁকে।

ড. ইউনূস আজ চতুর্দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, যদিও কার্যক্রম শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। এ সময় তিনি চালু করেন স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার— যা মহাকাশভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবায় বাংলাদেশের নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে।

অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়-দেশি বিনিয়োগকারী ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী বিকাশ, বিশেষ ক্যাটাগরি স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস, সম্মানসূচক নাগরিকত্ব কোরিয়ান ইপিজেড চেয়ারম্যান কিহাক সাং।

সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রথম দুই দিনেই তারা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের উন্নয়নে।