‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার সহকারীর
আগামী ১২ এপ্রিল (শনিবার) ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান।
ফয়েজ আহমদ লিখেছেন, “৯ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল আয়োজন। বর্তমানে বাংলাদেশে ৫০টি দেশের প্রায় ৬০০ বিদেশি বিনিয়োগকারী অবস্থান করছেন। ৯ ও ১০ এপ্রিল মূল অনুষ্ঠান চলবে, আর ১১ থেকে ১৩ এপ্রিল তারা বিভিন্ন ইপিজেড, স্পেশাল ইকোনমিক জোন, হাইটেক পার্ক ও স্টার্টআপ ভিজিট করবেন।”
তিনি বলেন, “আমরা জানি, ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পর্শকাতর জায়গা। এই মার্চে লাখ লাখ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা আছে। আমরা এই প্রতিবাদ কর্মসূচির মহৎ উদ্দেশ্যকে শ্রদ্ধা করি।”
তবে, এমন আন্তর্জাতিক আয়োজন চলাকালীন সময়ের কথা বিবেচনায় এনে তিনি অনুরোধ করেন-“১২ এপ্রিলের পরিবর্তে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে ১৯ এপ্রিল বা এর পরে আয়োজন করা যায় কি না, সেটি আয়োজকদের বিবেচনার অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিবাদের শ্রোতা আন্তর্জাতিক সম্প্রদায়, বাংলাদেশের অর্থনীতি নয়। এক সপ্তাহ পরে হলেও ফিলিস্তিনের ইস্যু হারিয়ে যাবে না। অন্যায় ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ যেমন জরুরি, তেমনি দেশের ব্যবসা-বিনিয়োগের পরিবেশ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।”
স্ট্যাটাসের শেষ দিকে তিনি লিখেছেন: “ফিলিস্তিন মুক্তি পাক। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫ সফল হোক।”