বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান উপদেষ্টা
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় ড. ইউনূস স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হলো, যা দেশের ডিজিটাল সংযুক্তিকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়াতে জ্বালানি নীতিতে ছাড় ও কার্যক্রম সহজীকরণের ঘোষণা দিয়েছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।
আলোচনায় অংশ নেন বিদেশি বিনিয়োগকারীরাও।
এছাড়া, ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা, আরলি-স্টেজ কোম্পানির সাথে সংলাপ, রিনিউয়েবল এনার্জি বিষয়ে সেশন, বিভিন্ন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU)। এসব আয়োজন রয়েছে সম্মেলনে।
সম্মেলন চলবে-৭ এপ্রিল – ১০ এপ্রিল পর্যন্ত।