চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, বুধবার থেকেই কার্যকর: হোয়াইট হাউজ
চীনের ওপর নতুন করে আরোপিত শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে। এরই ধারাবাহিকতায় নতুন এই সিদ্ধান্ত নেয়া হলো।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “চীনের প্রতিশোধ নেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কঠোর পদক্ষেপ নেন। এজন্যই আজ মধ্যরাত থেকেই চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে।”
ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ক্যারোলিন বলেন, “চীন চুক্তি করতে চায়, তবে তারা জানে না সেটা কীভাবে করতে হবে।”
উল্লেখ্য, গত সপ্তাহে চীনের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জবাবে চীনও আমদানি করা সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের পক্ষ থেকে চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ ঘোষণা আসার পর উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “চীন যদি তাদের নতুন শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ৯ এপ্রিল থেকে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”
বাণিজ্য যুদ্ধ নতুন রূপ নিতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাব বিশ্ববাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।