ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৭ দিনে ‘বরবাদ’-এর আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

চেকপোস্ট ডেস্ক::

ছবি: চেকপোস্ট

এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ব্যাপক সাফল্য পেয়েছে প্রেক্ষাগৃহে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম থেকেই ব্যবসায়িকভাবে দারুণ সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে দর্শকরা আছড়ে পড়ছে এই সিনেমা দেখতে।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে ‘বরবাদ’ এর গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এই আয়কে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে। যদিও মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে আলাদা আয় তথ্য দেওয়া হয়নি, তবে সবগুলো মিলিয়ে সাতদিনে এই বিপুল আয় অর্জিত হয়েছে।

এটি শাকিবের পূর্ববর্তী সিনেমা ‘প্রিয়তমা’ এর সাফল্যকেও ছাড়িয়ে গেছে, যা একমাসে ২৭ কোটি টাকা আয় করেছিল। ‘বরবাদ’ মাত্র সাত দিনে এই সাফল্য অর্জন করে, ফলে এটি এখন ব্লকবাস্টার সিনেমা হিসেবে পরিগণিত।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘বরবাদ’ চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপ। সেই সঙ্গে আশা করা হচ্ছে, এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যাবে।

এছাড়া, সিঙ্গেল স্ক্রিনের অধিকাংশ হল ‘বরবাদ’ এর বুকিং দুই সপ্তাহের জন্য বাড়িয়ে নিয়েছে, এবং দর্শকদের আগ্রহ এখনও অব্যাহত রয়েছে।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য। এছাড়া, নুসরাত জাহান আইটেম গানে পারফর্ম করেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৫৪৫ বার পড়া হয়েছে

৭ দিনে ‘বরবাদ’-এর আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ব্যাপক সাফল্য পেয়েছে প্রেক্ষাগৃহে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম থেকেই ব্যবসায়িকভাবে দারুণ সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে দর্শকরা আছড়ে পড়ছে এই সিনেমা দেখতে।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে ‘বরবাদ’ এর গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এই আয়কে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে। যদিও মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে আলাদা আয় তথ্য দেওয়া হয়নি, তবে সবগুলো মিলিয়ে সাতদিনে এই বিপুল আয় অর্জিত হয়েছে।

এটি শাকিবের পূর্ববর্তী সিনেমা ‘প্রিয়তমা’ এর সাফল্যকেও ছাড়িয়ে গেছে, যা একমাসে ২৭ কোটি টাকা আয় করেছিল। ‘বরবাদ’ মাত্র সাত দিনে এই সাফল্য অর্জন করে, ফলে এটি এখন ব্লকবাস্টার সিনেমা হিসেবে পরিগণিত।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘বরবাদ’ চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপ। সেই সঙ্গে আশা করা হচ্ছে, এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যাবে।

এছাড়া, সিঙ্গেল স্ক্রিনের অধিকাংশ হল ‘বরবাদ’ এর বুকিং দুই সপ্তাহের জন্য বাড়িয়ে নিয়েছে, এবং দর্শকদের আগ্রহ এখনও অব্যাহত রয়েছে।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য। এছাড়া, নুসরাত জাহান আইটেম গানে পারফর্ম করেছেন।