খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দুজন দগ্ধ
খুলনায় একটি কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনায় গ্যারেজ মালিক এবং মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনা ঘটেছে ৮ এপ্রিল, দুপুর পৌনে ২ টায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাচাবাজার এলাকায় সুমন মটরস গ্যারেজে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গ্যারেজ মালিক সুমন এবং তার কর্মচারী হ্নদয় একটি ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে গিয়ে ড্রামটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের পর বিকট শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এসময় গ্যারেজের মালিক সুমন এবং কর্মচারী হ্নদয় গুরুতরভাবে দগ্ধ হন, বিশেষ করে তাদের হাটুর নিচের অংশের তীব্র দগ্ধ হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্যাগস :