খুলনা নগরীতে ইজিবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘটেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে নগরীর নিরালা তাবলীগ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাহিদ গাজী, তিনি নিরালা ১৯ নম্বর রোডের বাসিন্দা কালাচান গাজীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে মো. জাহিদ গাজী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর, ইজিবাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং ইজিবাইক চালককে সনাক্ত করতে কাজ করছে।
এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে এলাকাবাসী এবং পথচারীদের মধ্যে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।