রাজশাহীর চারঘাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।
সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।
এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা তথ্য কর্মকর্তা ফাতিমা খাতুন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা বলেন, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”-এই স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলাধুলা আবারও প্রাণ ফিরে পাবে এবং তরুণ সমাজ সক্রিয়ভাবে অংশ নেবে। এছাড়া তিনি মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে খেলোয়াড়দের প্রস্তুত থাকার আহ্বান জানান।