জামালপুরে ইউএনওসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাসহ তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার এক বালু ব্যবসায়ী এ মামলাটি করেছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুরের বিজ্ঞ সিআর আমলি আদালতে মামলাটি করেন বাদী মোহাম্মদ গোলাপ হোসেন। মামলায় বকশীগঞ্জ ইউএনও মাসুদ রানা ছাড়াও নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৩ জুন সরকারি নিলামের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু ক্রয় করেন গোলাপ হোসেন। তিনি নিয়মমাফিক নিলামের টাকা সরকারি কোষাগারে জমাও দেন। কিন্তু তৎকালীন নালিতাবাড়ী ইউএনও মাসুদ রানা বালু বুঝিয়ে দিতে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন বাদী।
গোলাপ হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানাভাবে তাকে হয়রানি করা হয়। এর পর তিনি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো সুরাহা পাননি।
পরে ইউএনও মাসুদ রানা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জে যোগ দেন। এরপর তার যোগসাজশে নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার আনিসুর রহমান ওই বালু বুঝিয়ে না দিয়ে নিজেরাই তা বিক্রি করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাদীপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হক আধার জানান, “আমার মক্কেলকে পরিকল্পিতভাবে হয়রানি ও চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আশা করছি, আদালত থেকে ন্যায়বিচার পাব।”
বিষয়টি আমলে নিয়ে আদালত অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।