সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নয়ন মাহমুদ ও ভুক্তভোগী ছাত্রী একই গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত অডিও এবং ভিডিও কলে যোগাযোগ চলতে থাকে। এই সময়ের মধ্যে নয়ন মাহমুদ কৌশলে তরুণীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে।
পরবর্তীতে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে নয়ন মাহমুদ ক্ষিপ্ত হয়ে ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তা নগ্ন আকারে সামাজিক যোগাযোগমাধ্যম এবং আত্মীয়স্বজনের ইমো ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। এতে মেয়েটি সামাজিকভাবে অপমানিত ও হেয়প্রতিপন্ন হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী তরুণী সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে নয়ন মাহমুদকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”