লাখাইয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ অ্যাসল্ট মামলার আসামি, অন্যরা পলাতক আসামি হিসেবে পরিচিত ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্র থেকে আটক আসামি হাতকড়া সহ পালিয়ে যায় এবং পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। এই মামলায় জড়িত আসামি লায়েছ মিয়াকে (৫০), মৃত গাজী মিয়ার ছেলে, সোমবার দিবাগত রাতে স্বজনগ্রামে অভিযান চালিয়ে র্যাব-৯ এর সিপিপি-৩ ইউনিটের একটি টিম এবং লাখাই থানা পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই রাতে লাখাই থানার এএসআই খাইরুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স বেগুনাই গ্রামে অভিযান চালিয়ে মাধবপুর থানার একটি মামলার পলাতক আসামি মো. মনির আহমদ খানকে গ্রেপ্তার করে। তিনি মুখলিছুর রহমানের ছেলে।
তৃতীয় অভিযানে লাখাই থানার উপপরিদর্শক মানিক সাহা ও তার সঙ্গীয় ফোর্স করাব (মানপুর) গ্রামে অভিযান চালিয়ে হাসান উল্লাহর ছেলে সাইদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৮ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদর আদালতে প্রেরণ করা হয়েছে।