ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে হাজারও জনতার অবস্থান
ফিলিস্তিনে ইসরায়েলের ধারাবাহিক বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে খুলনার শিববাড়ি মোড়ে আজ ৭ এপ্রিল (সোমবার) বিকাল সাড়ে ৩টা থেকে অবস্থান নেন হাজারো জনতা। বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের হাতে দেখা যায় স্বাধীন ফিলিস্তিনের পতাকা, “ইসরায়েলি পণ্য বর্জন করুন”, “গণহত্যা বন্ধ করো” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে দেশটির অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, “গত ১৭ মাস ধরে গাজা উপত্যকায় শিশু, নারী, বৃদ্ধসহ নিরীহ মানুষকে পাখির মতো হত্যা করছে ইসরায়েল। অথচ জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নিরব দর্শকের ভূমিকায় আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এসময় বিক্ষোভকারীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই”, “জিহাদ করে বাঁচতে চাই”, “জেগেছে মুসলিম বিশ্ব”, “ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, “ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের নারী-শিশু কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর ধরে চলে আসা এই গণহত্যা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্ব মুসলিম উম্মাহকে এখনই জেগে উঠতে হবে।”
তারা জাতিসংঘের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে বলেন, “জাতিসংঘ যদি এখনই পদক্ষেপ না নেয়, তবে বিশ্ব মুসলিমদের উচিত জিহাদের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা।” বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।