তানোরে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ঝিনারপাড়া গ্রামে পৈতৃক জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় চার প্রজন্ম ধরে ভোগদখলীয় জমিতে চাষ করতে গিয়ে হামলার শিকার হন মুজিবুর রহমান দিগর ও তার স্বজনেরা।
ভুক্তভোগী মুজিবুর রহমান জানান, তার ভোগদখলীয় জমিতে তারা নিয়মিত চাষাবাদ করে আসছেন এবং সেখানে চুনা চাষ (কবুতরের খাবার) করছিলেন। তবে জমির ফসল তুলতে গেলে বাধা দেন একই গ্রামের খান মোহাম্মদ ও খালেক দিগর। প্রথম দফায় অভিযোগ করলে হামলাকারীরা জমিতে না গেলেও, পরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।
গত ৩০ মার্চ মুজিবুর রহমান জমিতে সেচ দিয়ে হালচাষ করতে গেলে পুনরায় বাধা প্রদান করেন খান মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মৃত আজগর আলীর পুত্র ইসরাইল হোসেন পচা’র নির্দেশে খান মোহাম্মদ ও খালেক দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে হামলা চালান। এতে মুজিবুর রহমান, আনোয়ার আজাদ, মুরাদ ও হাবিবুর আহত হন।
এ ঘটনায় মুজিবুর রহমান বাদী হয়ে ইসরাইল আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৪৮, মৌজা ঝিনারপাড়া, খতিয়ান নম্বর আরএস ৮২, দাগ নম্বর ৩২৭, শ্রেণী ধানী, পরিমাণ ৩ একর ৩৫ শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত। এর মধ্যে ৮৪ শতক জমি ভুলক্রমে মৃত হেরাস সরদারের স্ত্রী আসমা খাতুনের নামে রেকর্ড হয়, যা সংশোধনের জন্য প্রয়াত আবুল কালাম আজাদ ২০২১ সালে আদালতে মামলা (নং-৯৩/২১) দায়ের করেন। মামলা বিচারাধীন থাকলেও বিরোধীয় পক্ষ জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”