অতিরিক্ত ভাড়া আদায়:
রাজশাহীতে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা
ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
তিনি জানান, টিকিটের গায়ে ভাড়া ৮২০ টাকা লেখা থাকলেও বাস্তবে নন-এসি বাসের টিকিট ৬৯০ টাকা হওয়া উচিত। কিন্তু যাত্রীদের কাছ থেকে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।
অভিযান চলাকালে হানিফ পরিবহনের কাউন্টারের দায়িত্বরতরা অভিযোগ অস্বীকার করলেও প্রমাণ পাওয়ায় তাদের চারটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, “এর আগেও নির্ধারিত ভাড়া তালিকা না টানানো এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল। এরপরও একই অপরাধে জরিমানা করা হলো।”
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র যাচাই, এবং ভাড়া সংক্রান্ত অভিযান চলমান রয়েছে। অভিযানে বিআরটিএ কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, “কোনভাবেই নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক। আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”