ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুর পরিবারের পুনর্বাসনে দোকান উদ্বোধন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::

ছবি: চেকপোস্ট

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজারের এক বাসিন্দা, যৌন নির্যাতনের শিকার এক প্রতিবন্ধী শিশুর পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুনর্বাসনের অংশ হিসেবে আজ একটি ছোট দোকান উদ্বোধন করা হয়েছে, যেখানে চা, পান, বিস্কিট, চেনাচুর, সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

এই পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করেছে দাতব্য প্রতিষ্ঠান ‘রুপাস ভিশন ফর এক্সেপশনাল লাইভ’। দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি শফিকুল আলম শুভ ও সাংবাদিক আরজু। তারা নিরলস পরিশ্রম করে এই পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এর আগে, এই পরিবারের অচল হয়ে পড়া ভ্যানটি মেরামত করে দেওয়া হয়, যাতে পরিবারের উপার্জন সক্ষমতা বৃদ্ধি পায়। এই সহায়তার মাধ্যমে তাদের স্বামী-স্ত্রী একসঙ্গে পরিশ্রম করে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসীর সহায়তায় যদি একটি ফ্রিজের ব্যবস্থা করা যায়, তাহলে এই গরমের সময় ঠান্ডা পানীয় বিক্রি করে তারা আরও ভালোভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। স্থানীয়দের সহযোগিতা ও আল্লাহর রহমতে এই পরিবার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
৫২৭ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী শিশুর পরিবারের পুনর্বাসনে দোকান উদ্বোধন

আপডেট সময় ০৫:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজারের এক বাসিন্দা, যৌন নির্যাতনের শিকার এক প্রতিবন্ধী শিশুর পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুনর্বাসনের অংশ হিসেবে আজ একটি ছোট দোকান উদ্বোধন করা হয়েছে, যেখানে চা, পান, বিস্কিট, চেনাচুর, সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

এই পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করেছে দাতব্য প্রতিষ্ঠান ‘রুপাস ভিশন ফর এক্সেপশনাল লাইভ’। দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি শফিকুল আলম শুভ ও সাংবাদিক আরজু। তারা নিরলস পরিশ্রম করে এই পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এর আগে, এই পরিবারের অচল হয়ে পড়া ভ্যানটি মেরামত করে দেওয়া হয়, যাতে পরিবারের উপার্জন সক্ষমতা বৃদ্ধি পায়। এই সহায়তার মাধ্যমে তাদের স্বামী-স্ত্রী একসঙ্গে পরিশ্রম করে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসীর সহায়তায় যদি একটি ফ্রিজের ব্যবস্থা করা যায়, তাহলে এই গরমের সময় ঠান্ডা পানীয় বিক্রি করে তারা আরও ভালোভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। স্থানীয়দের সহযোগিতা ও আল্লাহর রহমতে এই পরিবার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।