শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচয়পত্র বিতরণ ও ঈদপূর্নমিলনী
গত ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল টি ভ্যালি রেস্টুরেন্টে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত ও জাতিসংঘ এনজিও ব্রাঞ্চ তালিকাভুক্ত (এস-১৩২০০) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ আবেদ আহমেদ, শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ, সহ সভাপতি বিশ্বজিৎ অধিকারী পলক, সহ সভাপতি মোঃ ফকরুল আহম্মেদ, সহ সভাপতি এম এ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আক্তার, কোষাধ্যক্ষ প্রানেশ দেবনাথ, দপ্তর সম্পাদক অনিক রায়, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক সজল রায়, সমাজ কল্যাণ সম্পাদক রাধাকান্ত কৈরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাফি, নির্বাহী সদস্য পীযুষ মোদক প্রমূখ।
পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক দিয়ে গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ আবেদ আহমেদ। পরে সকল সদস্যকে পরিচয় পত্র হাতে তুলে দেওয়া হয়।
সভাপতি আবেদ আহমেদ বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার সচেতন মহলকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। শ্রীমঙ্গলের সকল মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে মানবাধিকার বাস্তবায়নে কাজ করতে হবে হাতে হাত রেখে। সুন্দর সমাজ গঠনে যুব জাগরণের বিকল্প নেই।
সহ সভাপতি ফখরুল আহমেদ বলেন, শ্রীমঙ্গলের পথশিশু যেন শিক্ষার সুযোগ পায় এবং মাদকের মতো নেশার ছোবলে না পড়ে সে বিষয় নিয়েও আমরা কাজ করবো। সমাজের যে কোনো প্রয়োজনে আমাসুফ কমিটি সোচ্চার থাকবে বলে অঙ্গীকার করেন।