নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. রাসেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যান রাসেলের বাবা-মা। রাসেল পরে যাবেন বলে বাড়িতে থেকে যান। তবে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
পরে খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস :